ফুলবাড়ীতে নৌকা-৩, সতন্ত্র-৪ চেয়ারম্যান নির্বাচিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে নৌকা-৩, সতন্ত্র-৪ চেয়ারম্যান নির্বাচিত
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১


ফুলবাড়ীতে নৌকা-৩, সতন্ত্র-৪ চেয়ারম্যান নির্বাচিত

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২৮নভেম্বর রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের ৩ জন ও সতন্ত্র ৪ জন প্রার্থীকে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হয় ।

প্রশাসনের কঠোর নজরদারিতে কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সুষ্ঠভাবে উপজেলার ৭টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিতা হয়। নির্বাচনে ৭টি চেয়ারম্যান পদের বিপরিতে ২৬ জন ভোট যুদ্ধে অংশগ্রহন করেন। সর্বশেষ গতরাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী ।

ফলাফল ঃ ১নং এলুয়াড়ী ইউনিয়নে মওলানা নবীউল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৫৭৮৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদন্দি মোঃ আব্দুস সালাম প্রামানিক নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৬০টি।

২নং আলাদিপুর ইউনিয়নে মোঃ নাসমুশ সাখির (বাবলু) চশমা প্রতিক নিয়ে ৫৩২৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি শ্রী সুকান্ত সরকার(নৌকা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩৮৫টি।

৩নং কাজিহাল ইউনিয়নে মানিক রতন নৌকা প্রতীক নিয়ে ৬১৪৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৫৮৩টি।

৪নং বেতদিঘী ইউনিয়নে শাহ মোঃ আব্দুল কুদ্দুস নৌকা প্রতীক নিয়ে ৬৫৪৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ মেজবাউল ইসলাম ঘোটা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৭৩২টি।

৫নং খয়েরবাড়ী ইউনিয়নে মোঃ এনামুল হক নৌকা প্রতীক নিয়ে ২৭২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ মঞ্জুরুল হক আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৩৪৩টি।

৬নং দৌলতপুর ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৫৩২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪১৬৬টি।

৭নং শিবনগর ইউনিয়নে মোঃ ছামেদুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫৮৫৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫২৮২টি।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৩:৪৫ ● ২২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ