বামনায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা

প্রথম পাতা » বরগুনা » বামনায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা
সোমবার ● ৮ নভেম্বর ২০২১


বামনায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥


বরগুনার বামনায় সোমবার (৮ নভেম্বর) উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের জিওবি কার্যক্রমের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকারের সভাপতিত্বে কর্মকশায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার,জেলা তথ্য অফিসার মোঃ মোখছেদ আলী শিকদার।
উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি,ইউসুব আলী হাওলাদার, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ,  বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির,  রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জমাদ্দার,  উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্তি এদোবর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ শাকিল আল
মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, উপজেলা তথ্য আপা রুবি আক্তার, প্রেসক্লাব সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলাল, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম  উপজেলা শাখার সভাপতি  মোঃ হাবিবুর রহমান,  উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি মোঃ নেছার উদ্দিন,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম  উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা থানা এস আই মোঃ আঃ জলিল,শেখ,১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ মহিলা ইউপি সদস্য আয়শা বেগম, ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ মহিলা ইউপি সদস্য আকলিমা বেগম, কাজল রেখা, ফাতিমা আক্তার ৩নং রামনা ইউনিয়ন পরিষদ মহিলা ইউপি সদস্য লাভলী বেগম, রানী বেগম প্রমূখ।
ওরিয়েন্টশন কর্মশালা পরিচালনা করেন বামনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমির চন্দ্র শীল। ওরিয়েন্টশন কর্মশালায় করোনা ভাইরাস রোধ, ডেঙ্গু প্রতিরোধ, শিশুর স্বাস্থ্য চিকিৎসা ও মেধা বিকাশ, অটিজম, নারীর সামাজিক নিরাপত্তা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ক আলোচনা ও তথ্য আদান প্রদান করা হয়।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:১৩ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ