দুমকিতে ২জেলের কারাদন্ড

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ২জেলের কারাদন্ড
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১


দুমকিতে ২জেলের কারাদন্ড

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে নৌকা-জালসহ আটককৃত ২জেলের প্রত্যেককে ১বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল দুপুর ১টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটককৃত ২ জেলে সাহাবুদ্দিন (৩০), মানিক গাজী(৩৫)কে ১বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ধৃত জেলেদ্বয়ের বাড়ি উপজেলার লেুখালী ইউনিয়নের পশ্চিম লেবুখালী গ্রামে।
উপজেলা মৎস্য বিভাগের সহকারি ফিল্ড কর্মকর্তা মো: সাইফুল ইসলাম শাহিন জানান, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একটানা পায়রা ও পাতাবুনিয়া নদীতে অভিযান চালিয়ে ২হাজার মিটার কারেন্ট জাল, ৩টি নৌকা জব্দ ও ২জেলেকে আটক করে মৎস্য বিভাগের অভিযানিক টিম। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৯ ● ৫৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ