দুই ট্রলারের ৪২ জেলে উদ্ধার ডুবো জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলার ডুবি

প্রথম পাতা » কুয়াকাটা » দুই ট্রলারের ৪২ জেলে উদ্ধার ডুবো জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলার ডুবি
মঙ্গলবার ● ২৮ সেপ্টেম্বর ২০২১


প্রতীকী ছবি

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
পায়রা বন্দরের বাইরে দ্বিতীয় বয়া সংলগ্ন গভীর সমুদ্রে ২৫ জেলেসহ অপর একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সোমবার রাতে এ দুর্ঘটনাটি ঘটেছে। এসময় নিকটবর্তী অপর একটি মাছধরা ট্রলার ২৫ জেলের সবাইকে উদ্ধার করতে সক্ষম হলেও ট্রলারটি উদ্ধার করা যায়নি। মঙ্গলবার দুপুরে মৎস্য বন্দর আলীপুর ঘাটে উদ্ধারকারী ট্রলারটি জেলেদের নিয়ে পৌঁছালে এসব তথ্য জানা যায়। পায়রা বন্দরের বাইরে দ্বিতীয় বয়া বরাবর ট্রলারটি সোমবার রাতে কোন কিছুর উপর উঠে যায়। এসময় ট্রলারের তলা ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে ডুবে যায়।
ক্ষতিগ্রস্ত জেলেদের দাবি, ২০২০ সালে পায়রা বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনারবাহী জাহাজ পায়রা বন্দরের দ্বিতীয় বয়া সংলগ্ন সমুদ্রে নিমজ্জিত হয়। সেখানে দুর্ঘটনা প্রবন এলাকা হিসেবে চিহ্নিত বয়া না থাকায় জেলেরা ভুলক্রমে সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে। এছাড়া, পায়রা বন্দরের তৃতীয় বয়া সংলগ্ন উত্তাল সমুদ্্ের ১৭ জেলেসহ এফবি জাহানারা নামে আরও একটি মাছধরা ট্রলার নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে ওই ট্রলারের মালিক আলীপুর মৎস্য বন্দরের মাসুদ মোল্লা নিশ্চিত করেছেন। ডুবে যাওয়ার পরপরই অপর একটি মাছধরা ট্রলারের সহায়তায় ১৭ জেলের সবাইকে উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় আলীপুরে পৌঁছায়। সোমবার আলীপুর ঘাট থেকে ১৭ জেলেসহ ট্রলারটি ইলিশ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়। উত্তাল সাগরে ঘাটে ফেরার সময় মঙ্গলবার দুপুরে সমুদ্রে পায়রা বন্দরের তৃতীয় বয়া সংলগ্ন ট্রলারটি নিমজ্জিত হয়। জেলেদের উদ্ধার করা গেলেও সাগর উত্তাল থাকায় ট্রলারসহ মাছধরা যাবতীয় সরঞ্জাম উদ্ধার করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:২৬ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ