কুয়াকাটায় নবীনপুর খালে বর্জ্য দূষনে একাকার!

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় নবীনপুর খালে বর্জ্য দূষনে একাকার!
রবিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২১


কুয়াকাটায় নবীনপুর খালে বর্জ্য দূষনে একাকার!

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা টিকে আছে নবীনপুর খালের ওপর নির্ভর করে। একেতো খালটির দুই পাড়জুড়ে চলছে দখল-দূষণ। এখালের মাঝখানে এখন পুরনো পরিত্যক্ত কালভার্টের ওপর মুরগির বাজার বসেছে। রয়েছে ঝুপড়ির দোকানপাট। এই দোকানপাটের বিভিন্ন ধরনের বর্জ্য এখন খালে ফেলা হচ্ছে। পচনশীল ওই বর্জ্যরে দূর্গন্ধে ওই জায়গায় দাড়ানো যায়না। এমনকি পুরনো কালভার্টের পাশের মহাসড়কের সঙ্গে সংযোগ থাকা চলাচলের নতুন কালভার্টের ওপরও দূর্গন্ধে চলাচল করা যায়না। খালটির মাঝখানে মরা মুরগি, মুরগির বিষ্ঠা (মল), জবাই করা মুরগির নাড়ি-ভূরি ফেলা হয়। যা পঁচে পুতিময় দূর্গন্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব যেন দেখার কেউ নেই।
কালভার্টের ওপর মুরগির ব্যবসায়ী বশির আহম্মেদ জানান, তিনি প্রায় দুই বছর ধরে দোকান করছেন। ময়লা ফেলেন না, তবে নয়টি দোকান রয়েছে কালভার্টের ওপর। কেউ ভুলে ফেলতে পারে। তারা সবাই আরও সচেতন থাকবেন বলেও জানালেন। আরেক দোকানি বেল্লাল হোসেন জানান, তিনি প্রায় ছয় বছর ওই কালভার্টের ওপর দোকান করছেন। এখন আর ময়লা খালে ফেলেন না। পৌরসভার গাড়িতে দিয়ে দেন। তবে সচেতনমহলের দাবি পুরনো পরিত্যক্ত কালভার্টটি প্রথমত অপসারণ করে খালের প্রানির প্রবাহ সচল রাখা প্রয়োজন। খালের ওপর কালভার্টের দোকানপাট অপসারন করা প্রয়োজন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩১ ● ৮৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ