কলাপাড়ায় নদীর পাড়ের মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীর জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় নদীর পাড়ের মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীর জরিমানা
শুক্রবার ● ১৭ সেপ্টেম্বর ২০২১


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥॥
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিন ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা  করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সকেভেটর ও একটি পন্টুন জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহ এবং মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী উবাসে মং সাগরকন্যাকে জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে সোহেল গাজী (২১) কে ১ লাখ টাকা, আলাউদ্দিন হাওলাদার (২৫) কে ১ লাখ টাকা এবং সুমন মৃধা (২৩) কে ১ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি আন্ধারমানিকসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে মাটি কেটে আসছিল। কোস্টগার্ড ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়েছে। অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৭:১৪:২৫ ● ২৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ