গোপালগঞ্জে স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি অব্যাহত

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি অব্যাহত
বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১


গোপালগঞ্জে স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি অব্যাহত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

 

গোপালগঞ্জে অব্যাহত রয়েছে করোনা টিকাদান কর্মসূচী। গণমানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে সাড়াদেশের হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রেসহ বিভিন্ন স্থানে টিকা কেন্দ্র বসিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব কেন্দ্র থেকে ২৫ বছরের উপরে প্রতিটি নারী ও পুরুষ কোন রকম ঝামেলা ছাড়াই টিকা গ্রহণ করতে পারবে। গোপালগঞ্জের টিকা কেন্দ্রেও দেখা মিলছে মানুষের টিকা নেওয়ার প্রচুর ভিড়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা সদরের ২৫০শয্যা জেনারেল হাসপাতাল, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্ টিকা কেন্দ্রে গিয়ে দেখা গেছে মানুষের ঢল। লাইনে দাড়িয়ে ভিন্ন ভিন্ন বুথ থেকে টীকা গ্রহণ করছে গোপালগঞ্জ সদর উপজেলার অসংখ্য নারী পুরুষ।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জনান, গোপালগঞ্জ সদরে তিনটি ও জেলার কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া প্রতিটি উপজেলায় একটি করে টীকা কেন্দ্র বসানো হয়েছে। এখানেও নিজ নিজ উপজেলার মানুষ সুনির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তারা টীকা গ্রহণ করছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:১৫ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ