নেছারাবাদে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
রবিবার ● ২৯ আগস্ট ২০২১


নেছারাবাদে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে কৃষক-কৃষানীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ওই কর্মশালা শুরু হয়। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
রবিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা বিআরডিবি অফিসের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, স্বরূপকাঠি উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় হালদার ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রথিন ঘরামী প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক কৃষানীকে নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা (বেগুন, করলা, লাই, মিষ্টি কুমড়া) এবং বসত বাড়িতে ফল বাগান স্থাপন ও ব্যবস্থাপনা প্রযুক্তি (আম, মাল্টা) চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়।

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:০৯:৩৪ ● ৩০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ