বাগেরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ বিতরণ

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ বিতরণ
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১


---

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥


বাগেরহাট মোল্লাহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোম্পনীর সিএসআর কার্যক্রমের আওতায় উপজেলার কর্মহীন ও দু:স্থ এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি:। প্রতি প্যাকেটে নির্ধারিত খাদ্য সামগ্রী ১২ কেজি চাল, আড়াই কেজি ডাল, ৩কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি লবন, ১লিটার ভোজ্যতেল, ২টি সবান ও ৫টি মাস্ক দেওয়া হয়। বৃহষ্পতিবার দুপুরে কোম্পানীর আওতাধীন মধুমতি ১০০ মে:ও: এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ত্রাণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আব্দুর রশিদ। এসময়ে উপজেল নির্বাহী কর্মকর্তা মো: ওয়াহিদ হোসেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা, বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার আফছানুল তানভীরসহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৯ ● ২৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ