বাবুগঞ্জে অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না বৃদ্ধা সলেহার

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না বৃদ্ধা সলেহার
সোমবার ● ২৮ জুন ২০২১


বাবুগঞ্জে অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না বৃদ্ধা সলেহার

বাবুগঞ্জ(বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

 

বরিশালের বাবুগঞ্জে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না অসহায় বৃদ্ধা সলেহা বেগম(৭৫)। সলেহা বেগম উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত ওহাব খানের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ  বাবুগঞ্জ বন্দরে ব্যবসায়ীদের পিঁয়াজ -রুসুন ঝারার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলো। গত তিন মাস যাবৎ ধরে সলেহা বেগম অসুস্থ হয়ে ঘরে পরে রয়েছেন।
সলেহা বেগম বলেন, দুই মাস আগে শের ই বাংলা মেডিকেল হাসপাতালে বহিঃ বভাগে ডাক্তার দেখায়। ডাক্তার তার মুখের ভিতরে ক্যান্সার হয়েছে বলে ঢাকায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। তিনি আরো বলেন, পেট চলে না ঢাকায় চিকিৎসা নেবো কিভাবে। সমাজে বিত্তশালীদের কাছে সাহাজ্য চেয়ে আকুতি জানিয়েছেন তিনি।
এদিকে কাজ করতে না পরায় তিনি অনাহারে দিনযাপন করছেন।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫০ ● ৮৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ