ছাতকে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৬৫ অসহায় পরিবার

প্রথম পাতা » সর্বশেষ » ছাতকে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৬৫ অসহায় পরিবার
সোমবার ● ২১ জুন ২০২১


---

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করলেন। ছাতক উপজেলার ১৬৫ পরিবার প্রধানমন্ত্রীর এ ঘর উপহার পেয়েছেন। প্রধানমন্ত্রী ২য় পর্যায়ে দেশের ৫৩ হাজার ৩৪০ পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষদের মাঝে ২ শতক জমি সহ এসব ঘর দেয়া হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে ২ শতক জমি সহ সেমি পাকা ঘর উপকারভোগী পরিবারগুলোর মধ্যে বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দেশের ভূমিহীন ও গৃহহীন ৬৯ হাজার ৯০৪ টি পরিবারকে ভূমি ও ঘর প্রদান করা হয়েছে। ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মুজিবনগরে প্রধানমন্ত্রীর ২য় পর্যায়ের উপহার সেমিপাকা ঘর ১৬৫ অসহায় পরিবারকে দেয়া হয়েছে। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিবনগরের ৩জনকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেয়া হয়। উপকারভোগীরা ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের কাছ থেকে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘরের চাবি ও ২ শতক জমির দলিল বুঝে নিয়েছেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান সহ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এএমএল/এনবি

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৫ ● ১৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ