বাবুগঞ্জে অমৃত লাল দে’র ২৮তম মৃত্যু বার্ষিকী পালন

প্রথম পাতা » শোক/মৃত্যুবার্ষিকী » বাবুগঞ্জে অমৃত লাল দে’র ২৮তম মৃত্যু বার্ষিকী পালন
সোমবার ● ১৪ জুন ২০২১


বাবুগঞ্জে অমৃত লাল দে’র ২৮তম মৃত্যু বার্ষিকী পালন

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

১৪ই জুন দক্ষিনাঞ্চলের সুনামধন্য প্রতিষ্ঠান অমৃত ফুড প্রোডাক্টস কনজুমার এর প্রতিষ্ঠাতা দানবীর অমৃত লাল দে’র ২৮তম মৃত্যুবার্ষীকি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন অমৃত শ্রমিক ইউনিয়ন।
সোমবার (১৪ জুন) সকালে বরিশাল অমৃত লাল দে কলেজে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অমৃত ফুড প্রোডাক্ট কনজুমার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফিরোজ সরদারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রুহুল আমিন, কোষাধ্যক্ষ আবুল হোসেন, সাংগঠনিক বেল্লাল হোসেন, প্রচার সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র দাশ,সদস্য কালাম মৃধা, সমাজ সেবক কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য দানবীর অমৃত লাল দে  দক্ষিণ বাংলায় কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে হাজার হাজার বেকার, দুঃস্থ নর-নারীর কাজের সংস্থান করে দিয়েছেন। তাঁর সুদক্ষ পরিচালনায় এবং শ্রমিক ও কর্মচারীদের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণের জন্য তিনি সবার কাছে পরিচিত হন বড় কাকু হিসেবে। সমাজের সার্বিক কল্যাণের জন্য তাঁর নিঃস্বার্থ কর্মকাণ্ড দুস্থজনকে উৎসাহিত করেছেন। লোকহিতৈষী, সত্যপরায়ণ অমৃত লাল দে মননশীল দৃষ্টিভঙ্গি নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মসজিদ-মন্দির-শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ প্রদানে কার্পণ্য করেননি। অমৃতভাষী, সদানন্দময়, অমায়িক ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে কেউ বিপদগ্রস্ত হলে তার সাহায্যে কুণ্ঠাবোধ করেননি। অনাথ অবিবাহিতা মেয়েদের বিয়ের ব্যাপারে আর্থিক সাহায্য দিয়ে কন্যাদায়গ্রস্ত অসংখ্য পিতা-মাতাকে মুক্ত করেছেন।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪০ ● ৯১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ