চরফ্যাশনে দু‘সংঠনের বিক্ষোভ মানববন্ধন

প্রথম পাতা » গণমাধ্যম » চরফ্যাশনে দু‘সংঠনের বিক্ষোভ মানববন্ধন
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১


চরফ্যাশনে দু‘সংঠনের বিক্ষোভ মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৃহম্পতিবার (২০ মে) সকাল ১০টায় চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল ও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোশিয়েশন যৌথ উদ্যোগে সদর রোডে চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক  এম আমির হোসেন, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি আবু সিদ্দিক,  জার্নালিষ্ট এ্যাসোশিয়েশনের সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাধারন সম্পাদক মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, সংগ্রাম প্রতিনিধি লোকমান হোসেন, যায়যায়দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী, এশিয়ান টিভির প্রতিনিধি ইলিয়াছ আহম্মেদ, ভোরের অঙ্গীকার চরফ্যাশন প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ,আমার সংবাদ প্রতিনিধি নোমান চৌধুরী ও স্বদেশ প্রতিনিধি এম সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দিতে হবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৪:০১ ● ৮১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ