পবিপ্রবি’র নতুন উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবি’র নতুন উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত
সোমবার ● ১৭ মে ২০২১


পবিপ্রবি’র নতুন উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক, ড. স্বদেশ চন্দ্র সামন্ত। চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মো: নুর-ই-আলম স্বাক্ষরে এ নিয়োগ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিৎ করে বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ড. মো: কামরুল ইসলাম জানান, আজকে সোমবার (১৭ মে) আমরা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণের চিঠি পেয়েছি। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক, কৃষি অনুষদের ডীন, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এবং চলতি দায়িত্বে থাকা ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে অত্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪জানুয়ারী সাবেক ভিসি প্রফেসর ড. হারুনর রশীদ এর মেয়াদোত্তীর্ণ হলে উপাচার্যের পদটি শূণ্য হয়। ওই সময় বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়।

এমআর

বাংলাদেশ সময়: ২০:২৮:১৫ ● ৯৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ