পটুয়াখালীতে জেলেদের চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জেলেদের চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
রবিবার ● ১৬ মে ২০২১


পটুয়াখালীতে জেলেদের চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে সরকারী চাল আত্মসাৎ মামলায় ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন  হাওলাদারকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রবিবার (১৬ মে) দুপুরে বাসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সুত্রে জানা গেছে, জাটকা আহরণে বিরত থাকা ছোটবিঘাই ইউনিয়নের জেলেদের ২য় দফায় ৪৫০ জন জেলের জন্য ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। ১২ মে খাদ্য গুদাম থেকে এসব চাল উত্তোলন করেন চেয়ারম্যান আলতাফ হোসেন। পরে ১৩ মে দুপুরে ভুতুমিয়া লঞ্চঘাটে বসে চেয়ারম্যানের উপস্থিতিতে এসব চালের বস্তা গননা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহ্ফুজুর রহমান। সেখানে তিনি সঠিক পরিমান চাল না পেয়ে চেয়ারম্যানকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ বলেন, চাল আত্মসাৎ মামলায় ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩৫ ● ৯৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ