নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
বুধবার ● ১২ মে ২০২১


নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

বাবা-মায়ের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মো. নাছির ফকির (৩০) নামে এক এনজিও কর্মী (বেসরকারি সংস্থা) নিহত হয়েছেন। এ সময় তাকে বহন করা মোটরসাইকেল চালক একই এনজিওর কর্মকর্তা মো. খোকন শেখ (২৬) গুরুতর আহত হয়েছেন। তারা ‘রিক’ নামে একটি এনজিওতে কর্মরত।
মঙ্গলবার (১১ মে) গভির রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভাইজোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাছির পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে। নিহতের খালাতো ভাই মো. ওবায়দুল ইসলাম জানান, নাছির ‘রিক’ নামের একটি এনজিওর কেডিট অফিসার হিসেবে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি বাবা-মার সঙ্গে ঈদ করতে মঙ্গলবার (১১মে) রাতে কুমিল্লা থেকে একই এনজিওর একই ব্রাঞ্চে কর্মরত তার বন্ধু  ব্রঞ্চ ম্যানেজার খোকন শেখের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঈদের পর তার বিয়ের দিন তারিখ ঠিক ছিলো। আহত মোটরসাইকেল চালক এনজিও কর্মকর্তা খোকন শেখ বলেন, আমরা মোটরসাইকেলে করে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলাম। পথে রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ভাইজোড়া নামক স্থানে পৌঁছার পর পেছনে বসে থাকা নাছির হঠাৎ পড়ে যায়। তার পড়ে যাওয়ার ধাক্কায় আমিও মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হই। তবে গুরুতর অবস্থায় নাছিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অশেষ প্রতীম রায় বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩৪ ● ৫৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ