বাবুগঞ্জে জি টু পি সুবিধা পাচ্ছেন ভাতা ভোগীরা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে জি টু পি সুবিধা পাচ্ছেন ভাতা ভোগীরা
সোমবার ● ১০ মে ২০২১


বাবুগঞ্জে জি টু পি সুবিধা পাচ্ছেন ভাতা ভোগীরা

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব ও অফিস স্টাফদের অক্লান্ত পরিশ্রমে সরকারে নেয়া পদক্ষেপ ‘জি টু পি’ গভর্নমেন্ট টু পাবলিক” সুবিধা পেতে শুরু করেছে বাবুগঞ্জবাসী। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে শুক্র-শনি সরকারি ছুটির দিনসহ নিরলস কাজ করে যাচ্ছেন বাবুগঞ্জ সমাজসেবা কার্যালয়। বয়স্ক, বিধবা প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা ভোগীরা এই কর্মসূচির আওতায় ব্যাংকে লাইনে না দাড়িয়ে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পেয়ে যাবে। ইতিমধ্যে উপজেলার অনেক ভাতাভোগী মোবাইলের নগদ এ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে।
উপজেলার ১৫৩০৬ জন ভাতাভোগীকে জি টু পি শুবিধার আওতায় আনার কাজ চলমান রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব বলেন, ভাতা ভোগীদের ‘জি টু পি’ এর আওতায় আনার কাজ চলমান রয়েছে। এই কাজ করতে অনেক বেগ পেতে হয়। মোবাইল নম্বর ভুল, বন্ধ ও রেজিষ্ট্রেশন বিহীন হওয়ায় অনেক ভাতাভোগীকে পেরোল দিতে বিল্বিত হচ্ছে। আমরা সব ভাতাভোগীকে ফোন দিয়ে কনফর্ম হয়ে পেরোল দিচ্ছি। সকল ভাতাভোগীকে সঠিক, রেজিষ্টেশন করা মোবাইল নম্বর দিয়ে সহযোগীতা করার অনুরোধ করা হলো। এদিকে সমাজসেবা অধিদপ্তরের জি টু পি কার্যক্রমকে ভাতাভোগীসহ সংশ্লিষ্ট সবাই সাধুবাদ জানিয়েছে। যারা মোবাইলের মাধ্যমে জি টু পি সুবিধা পেয়েছেন তারা আবেগাপ্লুত হয়ে বলেন, একটা সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাংকের সামনে দাড়িয়ে ও বসে থাকতে হয়েছে। এখন আমরা ঘরে বসেই ভাতার টাকা মোবাইলে পাচ্ছি। জি টু পি সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজসেবা অধিদপ্তরের সকলকে কষ্ট লাঘবের জন্য আন্তরিক সাধুবাদ জানাই।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৭:৪৭ ● ৪৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ