পটুয়াখালীতে বনবিভাগের ঘুঘু ও ডাহুক পাখি অবমুক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বনবিভাগের ঘুঘু ও ডাহুক পাখি অবমুক্ত
শনিবার ● ৮ মে ২০২১


পটুয়াখালীতে বনবিভাগের ঘুঘু ও ডাহুক পাখি অবমুক্ত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে পেশাদার পাখি শিকারীর কবল থেকে উদ্ধার করা ১৮ ঘুঘু ও ২ টি ডাহুক মুক্ত আকাশে অবমুক্ত করেছে জেলা বন বিভাগ। শনিবার (৮ মে) বেলা বারোটায় জেলা বন কর্মকর্তার বাসভবনের সামনে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সহযোগিতায় এসব পাখি অবমুক্ত করা হয়। এসময় উপিস্থত ছিলেন জেলা বন কর্মকর্তা আমিনুল ইসলাম, এনিমেল লাভার অফ পটুয়াখালীর সভাপতি নওসিন আফরোজ, সদস্য নাঈম ও আসাদুল্লাহ হাসান মুসা।

শুক্রবার বিকালে লাউকাঠি ইউনিয়নের মধ্য ডেউখালি গ্রামের পেশাদার পাখি শিকারী হানিফ হাওলাদার ও সুলতান ফকিরের বাসা থেকে এসব পাখি বনবিভাগের সহায়তায় উদ্ধার করে এনিমেল লাভার অফ পটুয়াখালী। এসময় তারা, আর পাখি শিকার করবেনা বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

এর আগেও এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে পাখি শিকারীদের থেকে পাখি উদ্ধার করে উন্মুক্ত করেছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০১:৩৩ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ