বামনায় কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

প্রথম পাতা » বরগুনা » বামনায় কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ
মঙ্গলবার ● ৪ মে ২০২১


বামনায় কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে  ক্ষতিগ্রস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৪ মে) উপজেলা পরিষদের সামনে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, মোঃ জাকির হোসাইন, মোঃ নাসির মোল্লা, মোঃ নেসার উদ্দীন, মনোতোষ হাওলাদার প্রমুখ।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তাও কার্যালয় সূত্রে জানাগেছে, করোনায় চলমান লগডাউনের প্রভাবে খেটে খাওয়া উপজেলার ১ শত ৯০ জন নিম্ম আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের শুরুতে সদর ইউনিয়নের ৭০জনের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বুকাবুনিয়া, ডৌয়াতলা ও রামনার প্রতিটি ইউনিয়নে ৪০জনকে এ উপহার প্রদান করা হবে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০১:৫৬ ● ১০৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ