গৌরনদীতে বেদেপল্লীতে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-১৬

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বেদেপল্লীতে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-১৬
সোমবার ● ৩ মে ২০২১


গৌরনদীতে বেদে পল্লীতে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-১৬

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী পৌরসভার টরকীচর এলাকার সীমান্তবর্তী কালকিনি উপজেলার চড়াইরকান্দি গ্রামের বেদে পল্লীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের একটি মামলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ডালিম সরদার, বোরহান সরদার, জজ সরদার,  কামরুল হাওলাদার, রুহুল আমিন, মন্টু সরদার, হেজবুল সরদার, পান্না মিয়া,অলি সরদার, বাগু সরদার, মামুন সরদার, ঠান্ডু ওরফে ওমর সরদার, জিয়া সরদার,  ছাবেদ সরদার, টপি সরদার, দুখু সরদার। রোববার রাতে পৌরসভার টরকীচর এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান, পৌরসভার টরকীচর এলাকার বেদে পল্লীতে আধিপত্য বিস্তার ও আভ্যন্তরীণ কো›ন্দলের জেরধরে বেদে সরর্দার নাসির সরদার ও পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বপন হাওলাদার গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় বেদে ঝন্টু সরদার বাদি হয়ে বেদে সর্দার নাসির সরদারসহ ২৪ জনের নামোল্লেখ করে ৩৬ জনকে আসামি করে গত ৩০ এপ্রিল রাতে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাতভর পৌরসভার টরকীচর এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত ওই ১৬ জন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওই ১৬ জনকে সোমবার (৩ মে) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হক জানান।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:২২:১০ ● ১০১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ