নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের দূর্ণীতির তদন্ত শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের দূর্ণীতির তদন্ত শুরু
সোমবার ● ৩ মে ২০২১


নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের দূর্ণীতির তদন্ত শুরু

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৮নং শ্রীরামাকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম-দুর্ণীতির তদন্ত শুরু হয়েছে। রোববার (২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম সরেজমিন ইউনিয়ন পরিষদে এসে তদন্ত শুরু করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি ওই ইউনিয়নের ১২ সদস্যের মধ্যে ১১ জন সদস্য জেলা প্রশাসকের কাছে ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত নৈলতলা জ্যোতি প্রকাশ রায়ের বাড়ির কাছে একটি লোহার পুল মেরামত বাবদ দুই লাখ, খেজুরতলা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন লোহার পুল মেরামত বাবদ এক লাখ ৬০ হাজার টাকা, গত অর্থবছরে ৭৮ হাজার টাকায় মধুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে থাকা লোহার পুলের কাজ না করে পুরো টাকা আত্মসৎসহ এলজিএসপি-৩ এর আওতায় প্রতি বছর বরাদ্দকৃত ১৮-২০ লাখ টাকার কাজ নিজের খেয়াল-খুশিমতো প্রকল্প দেখিয়ে তা আত্মসাৎ করেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৭:০৭ ● ৯৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ