নেছারাবাদে মিনার থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মিনার থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
শনিবার ● ১ মে ২০২১


নেছারাবাদে মিনার থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

নেছারাবাদে (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের ছারছিনা দরবার শরীফের নির্মানাধীন মিনার থেকে পড়ে লিনচান (৩০) নামে এক রাজমিস্ত্রীর মুত্যু হয়েছে। শনিবার (১ মে) বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে ছারছিনায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত লিনচান মোড়েলগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের ওয়াহিদ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী নির্মান শ্রমিক নাইম জানান, মিনারের ১৭০ ফুট উচুতে কাজ করতেছিলাম। লিনচান মিনারে কাজ করার এক পর্যায়ে নিচের ধাপে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। শ্রমিকরা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকৎসক লিনচানকে মৃত ঘোষনা করেন। জরুরী বিভাগের চিকিৎসক ডা.সামান্তা ইসলাম জানান, হাসপাতালে আনার আগে তার মুত্যু হয়েছে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৭:১৫ ● ১০৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ