চরফ্যাশনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১


চরফ্যাশনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় ডায়রিয়ার পাদূর্ভাব ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিগত ২৪ ঘন্টায় শতাধিক ডায়রিয়ার রোগি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) চরফ্যাশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক ৮৫জন ডায়রিয়ার রোগি ভর্তির তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়াও চরফ্যাশন বে-সরকারি হাসপাতালে প্রায় ২০জন ভর্তি রয়েছে বলে জানা গেছে।                                                     জানাযায়, শুক্রবার রাত থেকে চরফ্যাশন হাসপাতালে ডায়রিয়া রোগি ভর্তি হতে থাকে। এক এক রোগিকে প্রায় ৮/৯হাজার স্যালাইন দিতে হচ্ছে। উপজেলার আহম্মদপুরের ফরিদবাদ গ্রাম থেকে আসা আবদুল কুদ্দুস বলেন, তার বিবাহিত মেয়ে জান্নাত বেগমকে শুক্রবার রাত ৩টায় ভর্তি করা হয় হাসপাতালে তাকে ৮হাজার স্যালাইন পুশ করতে হয়েছে। হাসপাতালে বারান্দায় রোগি নিয়ে শুয়ে আছেন রোগি। কোন বেড পায়নি। এখনও পাতলা পায়খানা বন্ধ হয়নি। পৌরসভা ২নং ওয়ার্ডের জাসিম উদ্দিন বলেন, তার ৪ বছরের বাচ্চাকে শনিবারে সকাল ১২টায় ভর্তি করা হয়েছে। স্যালাইন চলছে। চরফ্যাশন স্বাস্থ্য কর্মকর্তা শোভন বসাক বলেন, অতীতের তুলানায় অনেক ডায়রিয়ার রোগি দেখা দিচ্ছে। হাপাতালে কোন সীট খালি নেই। একদিকে করোনা বৃদ্ধ অন্যদিকে ডায়রিয়ার রোগির প্রাদুর্ভাব। হাসপাতালে স্যালাইন রয়েছে। সিকিৎসা সেবার কোন ক্রুটি নেই।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৮:৩৬ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ