নবাবগঞ্জে কঠর লকডাউন পালনে তৎপড় প্রশাসন

প্রথম পাতা » রংপুর » নবাবগঞ্জে কঠর লকডাউন পালনে তৎপড় প্রশাসন
মঙ্গলবার ● ৬ এপ্রিল ২০২১


নবাবগঞ্জে কঠর লকডাউন পালনে তৎপড় প্রশাসন

নবাবগঞ্জ(দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নভেল করোনাভাইরাসের  দ্বিতীয় দফায় উদ্বেগজনক সংক্রমণের পরিপ্রেক্ষিতে সপ্তাহের শুরুর দিকে  পিএমও জারি করা ১৮ দফা নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে কঠোর অবস্থান আছে প্রশাসন। মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিনে দিনাজপুরের  নবাবগঞ্জে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। উপজেলা সদরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি অমান্য করে ঘোরাফেরা করা মানুষের জরিমানা আদায় সহ গণসচেতনতা সৃষ্টি করতে হাট-বাজারসহ বিভিন্ন স্পটে প্রচারণা।স্থানীয় প্রশাসন জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে এবং জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাড়িতে রাখতে তারা অভিযান জোরদার করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করোনা প্রতিরোধ বিষয়ে যে ১৮ দফা নির্দেশনা দিয়েছেন তাবাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।মাঠ পর্যায়েও আমরা মনিটরিংয়ের  করছি। অপ্রয়োজনে কেউ যাতে সন্ধার পর বাইরে না যায়, সেটি আমরা নিশ্চিত করছি। এ বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।এছাড়া বর্তমান পরিস্থিতিতে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারেন তার জন্যও অভিযান চালানো হচ্ছে। এ অভিযানও অব্যাহত থাকবে।


এমএআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:১৪ ● ৩৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ