নেছারাবাদে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের ভীড়

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের ভীড়
রবিবার ● ২৮ মার্চ ২০২১


নেছারাবাদে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের ভীড়

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি ॥

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে নেছারাবাদ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার শেষের দিনে দর্শনার্থীদের ভীড়ে মুখরিত মেলা প্রাঙ্গন।
শনিবার সকালে ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। রবিবার (২৮ মার্চ) মেলার শেষ দিনে মেলার ষ্টলগুলোতে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। উপজেলা তথ্য কেন্দ্রের ষ্টলটিতে নারী দর্শনার্থীদের ভীড় ছিল প্রচুর। ষ্টলটিতে গিয়ে নারী দর্শনার্থীরা নানা ধরনের সেবা নিতে দেখা গেছে। এসময় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামারুন কবির নিপু জানান তারা মেলায় আসা দর্শনার্থীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবা সমুহের সহজলভ্যতা নিশ্চত করা, বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, স্কাইপে, ই-লানিং ও ই-কমার্সের সহায়তা প্রদান করা হচ্ছে।
এদিকে ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় প্রধান প্রতিবেদক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. রিফাত মাহমুদ। আরও বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মেলায় ৩৫ টি ষ্টল  প্রদর্শিত হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:০০ ● ১০৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ