কুয়াকাটায় পর্যটক সেবায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে সভা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় পর্যটক সেবায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে সভা
শনিবার ● ২০ মার্চ ২০২১


কুয়াকাটায় পর্যটক সেবায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে সভা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

স্বাস্থ্যবিধি মেনে পর্যটক সেবার তাগিদ দিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন মহিপুর থানা পুলিশ। শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় হোটেল কুয়াকাটা ইন’র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ট্যুরিস্ট গাইড, ট্যুর অপারেটর, ফুড এ্যান্ড বেভারেজ, হোটেল-মোটেল ব্যবসায়ীসহ পর্যটক নির্ভরশীল দুই শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন, পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান, হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।
এসময় বক্তরা বলেন,করোনা মহামারির প্রাদুর্ভাব আবারও বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। স্বাধ্যবিধি মেনে পর্যটকদের সেবা করার পাশাপাশি আগত পর্যটকদের এ বিষয়ে সচেতনত করতে হবে।

এআরকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:৫৪ ● ৫৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ