বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প
বুধবার ● ১৭ মার্চ ২০২১


বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও শিশু দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহরের বাকচিবাড়ি মোড়ে গোপালগঞ্জ ডায়াগনিস্টিক এন্ড মা ও শিশু ক্লিনিক উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল থেকে দিনব্যাপী  দুরদুরান্ত থেকে আসা মা ও শিশুদের ফ্রি চিকিৎসা দেয় ওই ক্লিনিকে। প্রধান অতিথি হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্ভোধন করেন গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী। পরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা দেন ওই ক্লিনিকের ডাক্তাররা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ডায়াগনিস্টিক এন্ড মা ও শিশু ক্লিনিক এমডি ডাক্তার এন এস বারুরী। কাশিয়ানী তিলছাড়ার বেলী খাতুন বলেন, আমার ছেলে আম্মান জামান (৩) কে নিয়ে আসছি ডাক্তার দেখাতে। ফ্রি চিকিৎসা পেয়ে আমি খুশি।
ক্লিনিকের এমডি ডাক্তার এন এস বারুরী বলেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে প্রতি বছর আমরা ক্লিনিকে শিশুদের ফ্রি চিকিৎসা দিয়ে আসছি। শিশুদের পাশাপাশি সকল রোগীদের আমরা চিকিৎসা দিচ্ছি। আগামিতে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৬:৪০ ● ৬০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ