বিএনপির সময় বাংলাদেশ ছিলো দুর্ণীতির স্বর্গরাজ্য- প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » বিএনপির সময় বাংলাদেশ ছিলো দুর্ণীতির স্বর্গরাজ্য- প্রাণিসম্পদ মন্ত্রী
বৃহস্পতিবার ● ৪ মার্চ ২০২১


বিএনপি সরকারের সময় বাংলাদেশ ছিলো দুর্ণীতির স্বর্গরাজ্য- প্রাণিসম্পদ মন্ত্রী

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশে উন্নয়ন দেখে বিশ্বের উন্নত দেশগুলোর রাষ্ট্র নায়করা আজ হতবাক। করোনার এ মহা সংকটময় মুহূর্তে বিশ্বের প্রায় সব দেশে উন্নয়নমূলক কাজ থমকে গেলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি। আর এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। বিএনপি জোট সরকারের সময় বাংলাদেশ ছিলো দুর্নীতির স্বর্গরাজ্য। কিন্তু আজ বাংলাদেশ দুর্নীতি মুক্ত।
সরকারের যুগপূর্তি ও সাংসদের ২ বছরের উন্নয়নের ধারাবাহিকতা উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি তার এমপি কালে পিরোজপুর-১ আসনে উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি তুলে ধরেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে গত বুধবার (০৩ মার্চ) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার কেশব লাল দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এমপি অ্যাডভোকেট চন্ডি চরন পাল, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, শ্রীরামকাঠী উত্তম কুমার মঠের প্রতিষ্ঠাতা কুমার আচার্য, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল  লতিফ,  উপজেলা  যুবলীগের সভাপতি এম খোকন কাজী, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, তুহিন হালদার তিমির প্রমুখ।
এসময় জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রী কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী (নান্নু) সহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাসহ পিরোজপুর জেলা ও  বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩১:১৩ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ