বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ২কিঃমি রাস্তা মেরামত

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ২কিঃমি রাস্তা মেরামত
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১


বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ২কিঃমি রাস্তা মেরামত

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের ২কিঃমিঃ ভাঙ্গা ও খানাখন্দ ইটছলিং রাস্তা সেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় যুবসমাজের উদ্যোগে চলাচলের অনপুযোগী রাস্তাটি মাটি দিয়ে সংস্কার করা হয়। ওই গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদ থেকে রেন্ট্রিতলা স্টেশনে যাওয়ার ২কিঃমিঃ ইটসলিং রাস্তা দীর্ঘদিন যাবৎ চলাচল অনপুযোগী ও ঝুকিপূর্ণ হয়ে পরে। রাস্তাটি দিয়ে স্কুল,কলেজের শিক্ষার্থীসহ সহা¯্রাধীক লোক চলাচল করলেও বিষয়টি কোন জনপ্রতিনিধির নজড়ে না আসায় স্থানীয় যুবসমাজ সংস্কারের উদ্যোগ নেয়। সেচ্ছাশ্রমে অংশ গ্রহনকারি রাহাত, তাজুল, আল আমিন, পনির, হাচান, ফিরোজ, আকাশ,রফিকসহ কয়েকজন বলেন, রাস্তাটির প্রায় যায়গায় ইট না থাকায় ও ভেঙ্গে যাওয়ায় জরুরি প্রয়োজনে ভ্যান,সাইকেল নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পরে। তাই এলাকার বন্ধমহল মিলে যাতায়াত উপযোগী করে তোলার জন্য মাটি দ্বারা মেরামত করি। তারা রাস্তাটি সরকারি ভাবে পিচঢালাইয়ের ব্যবস্থা করার দাবি জানায়।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৪ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ