পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধন
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০


পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভবনের শুভ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা ও দায়রা জজ রোকসানা পারভিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আসম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান, মহিলা আসন-২৯ সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প (১ম পর্যায়) যুগ্ম সচিব ও প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, গণপূর্ত জোন বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নাছিম খান, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এসময় জেলার রাজনৈতিক নেততৃবৃন্দরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১২ তলা ভিত বিশিষ্ট ৪ তলা এ ভবনটি ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২২ ● ৫০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ