বেকারী বর্জে পরিবেশ দূষণ- দুমকিতে কারখানা মালিকের জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » বেকারী বর্জে পরিবেশ দূষণ- দুমকিতে কারখানা মালিকের জরিমানা
বুধবার ● ৮ জুলাই ২০২০


কারখানা মালিকের জরিমানা

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে আবাসিক এলাকায় বেকারীর কারখানায় পরিবেশ দূষণের অভিযোগে আশার আলো বেকারীর মালিক মো: ইব্রাহীমকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ৭দিনের মধ্যে কারখানার সকল উন্মুক্ত নর্দমা বন্ধ করত: নিজস্ব ব্যবস্থাপনায় পরিবেশ সম্পত বর্জ সংরক্ষণের নির্দেশ দেন। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার নির্বাহি মেজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমান আদালতে ওই বেকারী পরিদর্শণকালে মালিককে জরিমানা করেছেন।
স্থানীয় বাসিন্দা মো: আরিফুর রহমান জুয়েলের লিখিত অভিযোগের ভিত্তিতে  উপজেলার নির্বাহি মেজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আল-ইমরান সরেজমিন পরিদর্শনে এসে পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে এ জরিমানা করেন। অভিযোগে জানাযায়,  আশার আলো বেকারীর মালিক মো: ইব্রাহীম পরিবেশগত ছাড়পত্র ছাড়াই উপজেলা শহরের বাণিজ্যিক এলাকা ছেড়ে  আবাসিক এলাকায় তার বাড়ীর মধ্যে কারখানাটি তৈরী করে পরিবেশ দূষণ করছিল। কারখানার ময়লা আবর্জনা ফেলার নর্দমা দিয়ে অন্যের জমিতে ফেলে বায়ু দূষণ, দুর্গন্ধে জনচলাচলে বিঘ্ন, জেনারেটরের উচ্চ শব্দে প্রতিবেশী বাসিন্দাদের অসুবিধার সৃষ্টিসহ নানা অপরাধে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

এমআর

বাংলাদেশ সময়: ৮:৫১:৪৯ ● ৩৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ