মঠবাড়িয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পাল্টা মামলা

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পাল্টা মামলা
সোমবার ● ২৯ জুন ২০২০


মঠবাড়িয়ায় প্রবাসী স্বামী বিরুদ্ধে স্ত্রীর পাল্টা মামলা

পিরোজপুর সাগরকন্য প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী স্বামীর পাঠানো টাকা আত্মসাত করায় স্ত্রীর বিরুদ্ধে মামলা দেয়ায় পাল্টা মিথ্যা মামলা দিয়ে ওই প্রবাসীকে হয়রানীর অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার তেতুলতলা বাজারের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী আল-আমিনের বড় বোন লাইলি বেগম তার লিখিত বক্তব্যে ওই অভিযোগ করেন। লাইলি বেগম তার বক্তব্যে বলেন, তার ছোট ভাই মোঃ আল-আমিন প্রায় ১২ বছর ধরে সৌদি প্রবাসী। তিনি ২০১১ সালে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সালাউদ্দিন জমাদ্দার এর কন্যা মনি আক্তারকে ইসলামি শরীয়ত মোতাবেক বিয়ে করেন। বিয়ের পরে আল-আমিন মঠবাড়িয়া পৌর শহরের কে.এম লতিফ ইনষ্টিটিউশন মার্কেটে একখানা দোকান ঘর ক্রয় করার জন্য স্ত্রী মনি আক্তারের চাচা ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালামের কাছে চার লাখ ত্রিশ হাজার টাকা দেয়। কিন্তু চাচা শ্বশুর আবুল কালাম প্রবাসী আল আমিনের নামে দোকান ঘর ক্রয় না করে প্রতারণার মাধ্যমে ভাজিতি মনি আক্তারের নামে ক্রয় করেন এবং দলিলে স্বামীর নাম ব্যবহার না করে পিতার নাম ব্যবহার করেন। এনিয়ে স্বামী আল-আমিনের সাথে স্ত্রী মনি আক্তারের মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন প্রবাসী আল-আমিনের বাড়িতে গিয়ে তাকে মারধর করে মনি আক্তারকে বাবার বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় আল আমিন মঠবাড়িয়া থানায় অর্থ আত্মসাৎ ও মারধরের মামলা করলে, ওই মামলার ২০ দিন পরে স্ত্রী মনি আক্তার বাদী হয়ে প্রবাসী আল-আমিনসহ ৪জনকে আসামী করে একটি পাল্টা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সমাজ সেবক আঃ রব হাওলাদার, হারুন অর রশিদ, ক্বারী মোঃ সুলতান ও জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৭ ● ৪৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ