দশমিনায় বিজয় দিবস পালিত

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় বিজয় দিবস পালিত
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯


দশমিনায় বিজয় দিবস পালিত

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায়  সোমবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় ৪৯তম বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন এবং উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সহযোগী সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষ্যে দিন ব্যাপি নানা কর্মসূচীর মধ্যে শহীদ মিনাওে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও সালাম প্রদর্শন, ডিসপ্লে প্রদর্শনী, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করন, রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাসের সভাপতিত্বে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আবুল কালাম ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটনসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:০৫ ● ৫০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ