কলাপাড়ায় রাস মেলার প্রস্তুতি সভা

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় রাস মেলার প্রস্তুতি সভা
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯


কলাপাড়ায় রাস মেলার প্রস্তুতি সভা

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ঐতিহ্যবাহী শ্রী কৃষ্ণের রাস মোল ও গঙ্গা¯œান উৎযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২অক্টোবর) সকালে শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম কমিটি ও সহযোগী যুব কমিটির যৌথ উদ্যোগে আশ্রম প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সেবাশ্রম কমিটির সহ-সভাপতি কমল কৃষ্ণ হাওলাদারের সভাতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এ্যাভোকোট নাথুরাম ভৌমিক, সহ-সভাপতি রবিদ্র নাথ দাস, সহ-সাধারন সম্পাদক সুখ রঞ্জন তালুকদার, যুব কমিটির সভাপতি হিরা হাওলাদার স্বপন, সম্পাদক বিকাশ দাস, অর্থ সম্পাদক বিপ্লব বিশ্বাস প্রমুখ। এ সময় মন্দিরের মুল কমিটি ও সহযোগী যুব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ১১ নভেম্বর অধিবাসের মধ্যদিয়ে কলাপাড়ায় শ্রী কৃষ্ণের রাস মেলা ও কুয়াকাটায় গঙ্গা ¯œান অনুষ্ঠিত হবে। এ মেলা চলবে ১৬ নভেম্বর পাঁচ দিন ব্যাপী। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সমাবেত হয়। মেলা সামাল দিতে মোতায়ন করা হয় র‌্যাব,পুলিশসহ আইন শৃঙ্খলাবাহীনি।

এমআরবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৫ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ